স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল বহুলা এলাকা থেকে চেক ডিজঅনার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব (৪০) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের হৃত হাজী তৈয়ব আলীর পুত্র। গতকাল শুক্রবার রাত ৮টায় সদর থানার এএসআই বিকাশ চন্দ্রের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।