স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মাহবুব। গতকাল বিকেলে তিনি জামিনে মুক্তি লাভ করেন। এ সময় তার মুক্তির খবর পেয়ে ছাত্রদল যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কারা ফটকে ভীড় জমায়। ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন অনেক নেতাকর্মী। পরে গোলাম মাহবুবকে নিয়ে শহরের মোটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। শোভা যাত্রা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে গোলাম মাহবুব জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জিকে গউছের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলে তিনি ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল আহমেদ, পৌর যুবদলের আহবায়ক শফিকুর রহমান সেতু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিল্লুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম সাজন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, মহিবুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু সালেক. পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মামুন, পৌর ছাত্রদলের য্গ্মু আহবায়ক কামরুজ্জামান উজ্জল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুমেল খান চৌধুরী, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান রাসেল, সাইফুর রহমান তারেক, ইকবাল হোসেন রুখন, মোজাম্মেল হক জুমন, নাজমুল হোসেন অনি, দুলাল আহমেদ, সাজিদুর রহমান সাজিদ, ফারহান আহমেদ রাব্বানীসহ যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ।