প্রেস বিজ্ঞপ্তি ॥ ঙউইংস বাংলাদেশ’ (উইমেন ইন নিড গ্র“প) এর ‘উইংস বাংলাদেশ’ কতৃক সম্মাননায় মনোনিত হয়েছেন, হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বাংলাদেশে সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে, ‘জনপ্রতিনিধির ক্যাটাগরিতে’ প্রশংসনীয় কর্মকান্ডের উদ্দোগের মাধ্যমে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘সমাজ সেবা’ অব্যাহতভাবে এ দুটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘উইংস বাংলাদেশ’ সংস্থাটি এমপি কেয়া চৌধুরীকে এই প্রথমবারের মতো সম্মাননায় মনোনিত করেছে। বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৬ বছর উপলক্ষ্যে আগামী ১৮ মার্চ ঢাকাস্থ গুলশান ক্লাবে, ‘উইংস বাংলাদেশ সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করেছে এ সংস্থাটি। এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘সমাজ সেবা’ অনন্য সম্মননা ‘উইংস বাংলাদেশ’ সম্মাননা পদক তুলে দিবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সম্মানিত রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। এছাড়াও বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ভারতসহ বিভিন্ন রাষ্ট্রের বাংলাদেশে অবস্থানরত রাষ্ট্রদূতরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খনিজ ও বিদ্যুৎ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। ইতিমধ্যে ‘উইংস বাংলাদেশ’ এর প্রেসিডেন্ট টোওলি রহমান তার লিখিত আমন্ত্রন পত্রে, উইংস বাংলাদেশ সম্মাননায় মনোনয়নের বিষয়টি এমপি কেয়া চৌধুরীকে অবগত করেন।