রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

আওয়ামী লীগের ইতিহাস সর্বোচ্চ ত্যাগের ইতিহাস-দেওয়ান মিলাদ গাজী

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৩৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মানুষ সাড়া দিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী আত্মত্যাগের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে বিধায় আজ আমরা স্বাধীনতার ফল ভোগ করছি। তিনি বলেন, স্মরণ রাখতে হবে এ স্বাধীনতা সহজে অর্জন হয়নি। বহু প্রাণ, মা-বোনের ইজ্জত সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত হয়েছে। আজও বহু যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে বেঁচে আছেন তাঁদেরকে সর্বাধিক সম্মান করতে হবে। আওয়ামী লীগের আদর্শ দেশের তরে যে কোন ত্যাগ স্বীকার করা। এ আদর্শ ধারণ করে প্রত্যেক নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কাজ করতে হবে। গত বুধবার বিকেলে পানিউম্দা ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান শাহ নওয়াজ মিলাদ গাজী এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড:আলমগীর চৌধুরী। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম-আহবায়ক নবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন-ইমদাদুর রহমান মুকুল সভাপতি উপজেলা আওয়ামী লীগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-আতাউর রহমান সেলিম, সভাপতি হবিগঞ্জ জেলা যুবলীগ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন-বোরহান উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মোঃ ইজাজুর রহমান চেয়ারম্যান-সহ সভাপতি নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সাইফুল জাহান চৌধুরী সাধারণ সম্পাদক নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, আবু সিদ্দিক চেয়ারম্যান ৯ নং বাউসা ইউনিয়ন, কাজী ওবায়দুল কাদের হেলাল-যুগ্ম সাধারণ সম্পাদক নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, রিজবী আহমেদ খালেদ সাংগঠনিক সম্পাদক নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল -সহ সভাপতি জেলা যুবলীগ, বিপ্লব রায় চৌধুরী যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা যুবলীগ প্রমুখ। পরে জাকজমক পূর্ণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com