স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান বাজার নিবাসী শ্রীশ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সদস্য বিকাশ চৌধুরী শানুবাবু পরলোকগমন করেছেন (দিব্যান… গচ্ছতিঃ)। তিনি গত সোমবার বিকেল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোয়া ৫টায় ইহলোক ত্যাগ করেন। ওই রাতে পৌর মহাশ্মশানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, ৩ মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বিকাশ চৌধুরীর মৃত্যুর খবর শোনে তার শহরের পুরান বাজারস্থ বাসায় ছুটে যান বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান, কাউন্সিলর আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, এডঃ পুর্ণ্যবত চৌধুরী বিভূ, এডঃ স্বরাজ বিশ্বাস, মক্রমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, সুজাতপুর ইউপি চেয়ারম্যান আবদুল কদ্দুছ শামীম। নেতৃবৃন্দ মরহুমের পরিবার পরিজনকে শান্তনা দিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।