নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে রাইয়াপুর উন্নয়ন সংস্থা (রাউস) এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীর পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মিরাশ উদ্দিনের সভাপতিতে ও সহ-সভাপতি মিসবাহ জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুস সোবহান, ইউপি সদস্য আল আমিন খান, রাইয়াপুর উন্নয়ন সংস্থার সভাপতি আলাল আহমদ। এতে উপস্থিত ছিলেন, রাউসের সাধারন সম্পাদক সাহেদ আহমদ, সহ-সাধারন সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাহিত্য সম্পাদক মাহিদুল রাজ্জাক, সহ-সাহিত্য সম্পাদক শাহারিয়ার, ক্রীড়া সম্পাদক রুমন আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক রাহুল আহমদ, দপ্তর সম্পাদক শাহরিয়ার বাবর, সহ-দপ্তর সম্পাদক শাহ জামান, প্রচার সম্পাদক বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাবের আহমদ, সাবেক প্রচার সম্পাদক ইতালী প্রবাসী জিয়াউর রহমান, ফয়েজ জামান, রুকন আহমদ, তুহিন আহমদ, জাকারিয়া, রবিন, রাসেল, ইব্রাহিম, নোমান, তারেক, মাহফুজ, জমির, এলেমান, রাজ্জাক, রুবেল, সাকিব, গালিব, সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী হিফজুর রহমান লিটন, রিপন জামান, নজরুল প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা বলেন, একতাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সমষ্টিগতভাবে সমাজের যে কোন কাজই সহজভাবে করা যায়। তিনি এ সময় রাইয়াপুর স্কুল মাঠ ভরাট এবং বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের প্রতিশ্র“তি ব্যক্ত করেন।