প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ধিত গ্যাস বিল প্রত্যাহার ও ঢাকায় আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বাসদ নেতা সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, লোকমান আহমেদ ও ছাত্রনেতা রাকিব। উপস্থিত ছিলেন প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান, সংস্কৃতি কর্মী মাসুদ পারভেজ ও জয়দ্বীপ দাশ। সভায় বক্তাগণ সরকারের গণবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং পুলিশের আচরণের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
গ্যাসের দাম বাড়ার কারণে জনসাধারণের ব্যয় বাড়ার কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যেই অটোরিক্সা ভাড়া, গাড়ীভাড়া, বাড়ীভাড়া সহ নিত্যপণ্যের দাম বাড়া শুরু হয়েছে। তার খেসারত সাধারণ জনগণকেই দিতে হবে। সিলিন্ডার ব্যবসায়ীদের কোটিপতি বানানোর জন্য সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। গ্যাসের নতুন সংযোগ দিচ্ছে না। কাজেই সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে গ্যাসের দাম কমানো ও নতুন সংযোগ দিতে সরকারকে বাধ্য করতে হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন।