স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকা থেকে ৩ টমটম চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, হবিগঞ্জ শহরের উমেদনগর গ্রামের আবু মিয়ার পুত্র চোরচক্রের মূলহোতা জামাল মিয়া (২০), আশ্রব আলীর পুত্র রিপন মিয়া (২৫) ও তার ভাই শেফু মিয়া (২৬)। গতকাল বৃহস্পতিবার ভোরে পুরানবাজার এলাকার বটতলা থেকে চোরাই টমটম নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা উত্তম মধ্যম দিয়ে তাদেরকে আটক করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই সুধিন চন্দ্র দাশসহ একদল পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। পরে তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, আন্তঃজেলা টমটম চোর চক্রের সদস্য উল্লেখিত ৩ যুবক। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।