রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

চুনারুঘাটের মাঠে মাঠে বোরো ধানের সমারোহ ॥ কৃষকের মুখে হাঁসি

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৩৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা জুড়ে এখন সবুজের বিছানা। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ বিছানা দেখা যায়। চর্তুদিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের হৃদয়ে সঞ্চারিত হচ্ছে ভিন্ন আমেজ। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ নেই। ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। সেচ নিয়ে দুশ্চিন্তার মাঝেও কর্মবীর কৃষকরা বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে দিনরাত জমির সমানতালে পরিশ্রম করে আসছেন। উক্ত সবুজের জমি থেকে এক মুহুর্তের বসে থাকার সময় নেই কৃষকের। সারের মূল্য কম হলেও সহজলভ্যতা আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বোরো আবাদে বিরাট সুফল পাচ্ছেন। সার্বিক আবাদ পরিস্থিতি খুবই ভালো। এই চিত্র চুনারুঘাট উপজেলার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ৭ হাজার ৩ শত ৫০ হেক্টর জমিতে কৃষকরা বোরো চাষ আবাদ করেছেন। উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন জানান, এ উপজেলায় বোরো আবাদে সরকারি লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৬ শত ৪৫ হেক্টর। কিন্তু ফসলের ভাল ফলনে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৭৫ মেঃ টন হবে বলে জানান। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বলেছেন, কৃষি অর্থনীতিতে উদ্দীপনা আনতে বহুমুখী পদক্ষেপের ফল এটি। কৃষি কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। মাঝে মধ্যে নানামুখী সমস্যায় কৃষকরা দুশ্চিন্তায় পরে এটি সত্য, কিন্তু বর্তমানে কোন সমস্যা দেখা যাচ্ছে না। এ বছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে কৃষকদের শেষ হাসিটা অম্লান থাকে অর্থাৎ ধান ঘরে তুলে নেয়ার আগ পর্যন্ত যাতে বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় সেই প্রত্যাশা করেছেন সকল কৃষকরা। উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক আলহাজ্ব আকবর হোসেন সহ বিভিন্ন এলাকার কৃষকদের সাথে আলাপ করলে জানা যায়, সংশ্লিষ্টরা কৃষি খাতের দিকে সার্বক্ষণিক দৃষ্টি রাখবেন। মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের দম ফেলার সুযোগ নেই। ধান পরিচর্যা ও সেচ দেয়া সহ প্রায় সারাক্ষনই রয়েছে ব্যস্ততায়। মাঠে মাঠে দ্রুত বাড়ছে বোরো ধান। দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে বোরো ধানের চেহারা। আনন্দে দুলছে কৃষকদের মন। কিন্তু চলতি আবহাওয়ার বৈরী পরিবেশ ও শিলাবৃষ্টির কারণে অনেক বোরো ধানের ফসলি জমি বিনষ্ট হতে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com