চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সংরক্ষিত ও সামাজিক বনের গাছ সু-কৌশলে পাচার করে দেয়া হচ্ছে। বনবিভাগের লোকজনের সহায়তায় রাজনৈতিক নামধারী একটি চক্র গাছ পাচার কাজে সর্ব শক্তি নিয়োগ দিয়েছে। ওই চক্রটি প্রকাশ্যে পাচার করছে গাছ। রাজনৈতিক নেতারা এসব দেখেন না। এ কারণে বন বিভাগের লোকজন বেশ ঘটা করেই পাচারকারীর কাছ থেকে আদায় করছে নির্দিষ্ট পরিমাণ বখরা। চোরাই কাঠ স মিল গুলোতে প্রকাশ্যে চেরাই করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, সংরক্ষিত বন সমৃদ্ধ চুনারুঘাট উপজেলায় ৪৪ টি স মিল স্থাপিত হয়েছে। অধিকাংশ স মিলের মালিক রাজনীতির সাথে জড়িত। পৌরসভায় ২৭ টি ও পৌরসভার বাইরে ১৭ টি স মিল রয়েছে। ওই সব স মিলের অধিকাংশ স্থাপিত হয়েছে সংরক্ষিত বনের কাছাকাছি যদিও চা বাগান এবং বনের কাছে স মিল স্থাপনের কোন বিধান নেই। সূত্রটি জানায়, চুনারুঘাট বন বিভাগের টহল অফিসের একজন গার্ড যিনি টহল ওসি হয়ে পুনরায় ওই কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি ওই অবৈধ স মিলগুলোতে চোরাই কাঠ চেরাই’র বিষয়ে নিরব রয়েছেন। সূত্র জানা গেছে, ওই টহল অফিসের একজন কর্মকর্তা অবৈধ স মিল স্থাপনের জন্যে বড় অংকের টাকা নজরনা নিয়েছেন। বর্তমানে ওই স মিলগুলো থেকে প্রতি মাসে তিনি ৫ হাজার টাকা করে বখরা আদায় করছেন। এসব অবৈধ স মিলগুলো স্থাপিত হবার পর থেকে চুনারুঘাটের সকল প্রকার বন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। হুমকীর মুখে পড়েছে বনের গাছ গাছালি, প্রাণিকূল। বিগত ২ বছরে সংরক্ষিত বন থেকে পালিয়ে আসা বিভিন্ন প্রজাতির প্রায় ১০টি প্রাণি মারা পড়েছে গ্রামবাসির হাতে। চুনারুঘাটের প্রতিটি সড়কের পাশে সরকারের অর্থায়নে সামাজিক বনায়ন করা হয়েছিল। কিন্তু সেই বন এখন আর চোখে পড়ে না। সবই গেছে অবৈধ কাঠ ব্যবসায়ী পকেটে। আহম্মদাবাদ সচেতন নাগরিক সমাজের একজন আধিকারিক জানান, চুনারুঘাটের বিভিন্ন চা বাগান ও সংরক্ষিত বন থেকে প্রতিদিন ১৫ হাজার ঘনফুট গাছ পাচার হয়। ঠেলাগাড়ি, ট্রাক্টর, ট্রাক, অটো রিক্সাতে করে এসব গাছ বহন করা হয়। প্রতি ঠেলা গাড়ির জন্য চুনারুঘাট টহল অফিসকে বখরা দিতে হয় ৫ শ টাকা, প্রতি ট্রাক এবং ট্রাক্টরের জন্য বখরা গুনতে হয় আড়াই হাজার টাকা। জ্বালানী কাঠ বহনকারী ট্রাক থেকে নেয়া হয় ২ হাজার টাকার বখরা। চুনারুঘাট টহল অফিসে একজন এসিএফ থাকার পরও চলছে গাছ পাচার। চুনারুঘাট উপজেলার, রেমা, ছনবাড়ি, রশিদপুর, কালেঙ্গা, সাতছড়ি থেকে হর হামেশা গাছ পাচার হয়। ক্রেল প্রজেক্টের ব্যবস্থাপনা কমিটি, বন বিভাগ গাছ পাচারকারীর কাছে অসহায়। ক্রেলের কর্মকর্তারা বলেছেন, চুনারুঘাটের গাছ পাচার বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের সহায়তা একান্ত প্রয়োজন। সদস্য প্রমোশন প্রাপ্ত টহল ওসি শুভময় বিশ্বাস বলেন, গাছ পাচার নেই বললেই চলে। তবে স মিলগুলোর ব্যাপারে এখন টহল অফিসের কোন দায় নেই। এসব কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তাই দেখে থাকেন। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা নুরুজ্জামান বলেন, চুনারুঘাটে অবৈধ স মিলের ব্যাপারে অভিযান অব্যাহত আছে। তবে ওই স মিলগুলোতে চোরাই কাঠ চেরাই হয় কিনা তা দেখে থাকে চুনারুঘাট টহল অফিস। উপজেলা চেয়ারম্যান আবু তাহের বনজ সম্পদ রক্ষায় বন বিভাগকে কঠোর হবার নির্দেশ দিয়েছেন তবে উপজেলা চেয়ারম্যানের নির্দেশ মানছেন না বন বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীরা।