স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বরাষ্ট মন্ত্রী অ্যাডভোকেট শাহারা খাতুন এমপি বলেছেন, আওয়ামীলীগের ভ্যানগার্ড হলো যুবলীগ। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটি মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের দুর্দিনে যুবলীগ নেতৃবৃন্দ সব সময় পাশেছিল। কুচক্রী মহল যত চেষ্টাই করুন না কেন উন্নয়নের মহাসড়ক থেকে আওয়ামীলীগকে সরিয়ে আনতে পারবেনা। গতকাল মঙ্গলবার রাত ১০টায় মাধবপুর ডাকবাংলো প্রাঙ্গণে মাধবপুর উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাবেক এমপি মোঃ মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এ কে আজাদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, আওয়ামীলীগ নেতা বেনু রায়, শ্রীধাম দাশ, বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান আপন মিয়া, জেলা যুবলীগ সহ-সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার বাবুল, কাউন্সিলর গৌতম রায়, জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, যুবলীগ নেতা সোহেল আফজল, যুবলীগ নেতা আবুল কাশেম সহ মাধবপুর উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।