স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ ও থানার সামনে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্দ সিএনজি চালকরা রাস্তায় সিএনজি দাড় করিয়ে সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ১ ঘন্টা সদর থানার সামনে যানজট সৃষ্টি হয়। সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় সিএনজি দাড় করিয়ে রাখার অভিযোগে ৩টি সিএনজি অটোরিকশা আটক করে। এ খবর অন্যান্য শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। প্রায় অর্ধশতাধিক সিএনজি অটোরিকশা চালক সদর থানা ও জেলা পরিষদের সামনে প্রধান সড়কে সিএনজি দাড় করিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হক ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেয় সিএনজি চালকরা।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশার জন্য শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্ট্যান্ড রয়েছে। কিন্তু কতিপয় চালক সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা পরিষদের ফটকের সামনে সিএনজি দাড় করিয়ে যাত্রী আনা নেয়া করে। ফলে যানজট সৃস্টি হয় এবং জেলা পরিষদে আসা কর্মকর্তাদের গাড়ি যানজটে আটকা পড়ে।
সদর থানার পক্ষ থেকে নিষেধাজ্ঞা সাইনবোর্ড টানিয়ে দেয়া হলেও তা আমলে নেয়নি কতিপয় সিএনজি চালক। এ প্রেক্ষিতে পুলিশ জনসাধারণের স্বার্থে সিএনজিগুলোকে এখান থেকে সরিয়ে দেয়া হয়।