শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হবিগঞ্জ জেলা পরিষদ ও থানার সামনে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ সিএনজি দিয়ে সড়ক অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ ও থানার সামনে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্দ সিএনজি চালকরা রাস্তায় সিএনজি দাড় করিয়ে সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ১ ঘন্টা সদর থানার সামনে যানজট সৃষ্টি হয়। সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় সিএনজি দাড় করিয়ে রাখার অভিযোগে ৩টি সিএনজি অটোরিকশা cng-1আটক করে। এ খবর অন্যান্য শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। প্রায় অর্ধশতাধিক সিএনজি অটোরিকশা চালক সদর থানা ও জেলা পরিষদের সামনে প্রধান সড়কে সিএনজি দাড় করিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হক ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেয় সিএনজি চালকরা।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশার জন্য শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্ট্যান্ড রয়েছে। কিন্তু কতিপয় চালক সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা পরিষদের ফটকের সামনে সিএনজি দাড় করিয়ে যাত্রী আনা নেয়া করে। ফলে যানজট সৃস্টি হয় এবং জেলা পরিষদে আসা কর্মকর্তাদের গাড়ি যানজটে আটকা পড়ে।
সদর থানার পক্ষ থেকে নিষেধাজ্ঞা সাইনবোর্ড টানিয়ে দেয়া হলেও তা আমলে নেয়নি কতিপয় সিএনজি চালক। এ প্রেক্ষিতে পুলিশ জনসাধারণের স্বার্থে সিএনজিগুলোকে এখান থেকে সরিয়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com