শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

নবীগঞ্জে ১১৬টি বিদ্যালয়ে শিক্ষক সংকট ॥ শিক্ষা কার্যক্রম ব্যহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ শিক্ষক সংকটের কারণে নবীগঞ্জ উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। দীর্ঘদিন ধরে ৪৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকবিহীন অবস্থায় রয়েছে। এছাড়াও সহকারী শিক্ষকের পদ খালি আছে ৭৩টি। সব মিলিয়ে উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৬টি বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে।
এছাড়াও উপজেলার ১৪টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকায় ওই এলাকার কোমলমতি শিশু-কিশোররা শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮২টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৩ শত ৭১ জন। এরমধ্যে ছাত্র ২১ হাজার ৩৬ জন, ছাত্রীর সংখ্যা ২২ হাজার ৩ শত ৩৫ জন।
বেসরকারী একটি সূত্রে জানা গেছে, ভর্তির উপযোগী বিরাট একটি অংশ ভর্তির সুযোগ-সুবিধা থেকে রয়েছে বঞ্চিত। এরমধ্যে কেউ কেউ বিভিন্ন প্রাইভেট বা বেসরকারী প্রতিষ্টানে ভর্তি হলেও অনেকেই ঝরে পড়ছে। উপজেলার ১৮২টি বিদ্যালয়ের মধ্যে ৪৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব প্রতিষ্ঠান। বিভিন্ন বিদ্যালেয়ের শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে, সারা দেশে সকালের শিফটে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি এবং দিনের শিফটে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পাঠদান দেওয়া হয়। কিন্তু কোনো কোনো বিদ্যালয়ে একজন বা দুজন শিক্ষক থাকায় তাঁদের পক্ষে এক সঙ্গে তিনটি ক্লাস নেওয়া সম্ভব হয় না। ক্লাস ছাড়াও শিশু জরিপ, উপবৃত্তি তথ্য সংগ্রহসহ সরকারের বিভিন্ন কর্মসূচির নানা তথ্য সংগ্রহের কাজ করতে হয় শিক্ষকদের। দাপ্তরিক বিভিন্ন কাজ করতে গিয়েও পাঠদান করা সম্ভব হয়না।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, উপজেলা ৪৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। তাদের তালিকা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং অনেকটা পদোন্নতির প্রক্রিয়াধীন আছে।
প্রাথমিক বিদ্যালয়বিহীন ১৪টি গ্রামের বিষয়ে শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়বিহীন গ্রামের বিষয় নিয়ে আমরা একাধিক সভায় আলোচনা করে ১৪টি গ্রামের নাম দিয়ে তালিকা পাঠিয়েছি সংশ্লিষ্ট দপ্তরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com