প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের আহবানে আওয়ামীলীগের তৃনমূল নেতৃবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলা বাজারে এ মতমিনিময় সভার আয়োজন করা হয়। কুর্শি ইউপি আওয়ামীলীগের সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুকিত চৌধুরী, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষকলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃনমুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেত্রী যাকে নবীগঞ্জ-বাহুবল আসনে মনোনয়ন দেবেন আমাদেরকে তার নেতৃত্বেই কাজ করতে হবে।