স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্র“তি রক্ষা করেছেন। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছে, দেশের কোন অঞ্চলই আজ অবহেলিত নয়, বঙ্গবন্ধু যেভাবে স্বপ্ন দেখেছিলে একটি সোনার বাংলাদেশের, যেখানে থাকবেনা কোন দারিদ্রতা, কোন বেকারত্বের অভিশাপ, প্রতিটি মানুষ নিজ ক্ষমতাবলে স্বাবলম্বী হতে পারবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ পুরণ হতে চলেছে। প্রতিটি অঞ্চলে প্রতিটি মানুষ আজ উন্নয়নের ছোয়া পেয়েছে। কৃষি এবং শিল্প কারখানায় বিপ্লব এসেছে, কোন অপশক্তি এই উন্নয়নকে বাধা গ্রস্থ করতে পারবে না। তিনি গতকাল সোমবার অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত কবির কলেজ রোডের উদ্বোধন শেষে একাডেমীর নতুন ভবনের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এমপি আবু জাহির বলেন, দীর্ঘদিন ধরে কবির কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী রাস্তাটির অভাবে চলাচলে অনেক দুর্ভোগের শিকার হয়েছেন। এজন্যই এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে, যাতে আপনাদের আর দুর্ভোগ পেহাতে না হয়। এমপি আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও উপবৃত্তি দেয়ায় দেশবাসী শিক্ষার দিকে অগ্রহসর হচ্ছে। আর এতেকরেই দেশে শিক্ষার হার ব্যাপক বেড়েছে। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সকলকে সন্তানকে স্কুলে পাঠানোর অনুরোধ জানান। দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার মিয়া, মোঃ ইদ্রিস আলী, গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মোছাব্বির তালুকদার কুতুব, আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজল সর্দার, মুক্তিযোদ্ধা মোঃ আনজব আলী, বিশিষ্ট মুরুব্বী আব্দুস সালাম, গোপায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আহম্মদ আলী, ওলামা লীগ নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলমগীর আলম, মোঃ গনি মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসবক লীগ সভাপতি শেখ শেবুল আহমেদ, কবির কলেজ গভর্নিং বডির সদস্য আরজু মিয়া, গহর আলী, হাজী জমির উদ্দিন, রেজাউল হক শায়েব, কলেজ গভর্নিং বডির প্রাক্তন সদস্য আব্দুল মতলিব, আব্দুর রহিম, আকবর হোসেন, আছিয়া খঅতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।