প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় সম্মেলনকে স্বাগত জানিয়ে হবিগঞ্জ জেলা তাঁতীলীগের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা তাঁতীলীগের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে একটি প্রচার মিছিল শহরে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক পথসভা স্থানীয় আশরাফ জাহান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা তাঁতীলীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির।
পথ সভায় বক্তব্য দেন, জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব সাদীক উজ্জল, জেলা তাঁতীলীগ নেতা সাজু নাছের চৌধুরী, মহিবুল আলম জীবন, কামাল হোসেন সিমন, মিজানুর রহমান জসিম, শামীম মিয়া, এডঃ সিজিল, শফিকুল ইসলাম, বানিয়াচং উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোশারফ হোসেন সুজন, সদস্য সচিব শেখ সাইদুর রহমান রুবেল, নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক ফারুক মিয়া, সদস্য সচিব প্রণব দেব, চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কবির খন্দকার, সদস্য সচিব আব্দুল আলিম, বাহুবল উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মামুন-উর রশীদ, সদস্য সচিব নোমান আহমেদ, নাসির উদ্দিন, সঞ্জয় পাল, কাউছার আহমেদ, মনিরুজ্জামান তালুকদার, আবুল কাসেম, রফিক মজুমদার, হাবিবুর রহমান মাসুক, এডঃ আহাম্মদ, শামীম আহমেদ মহসিন, আনসার আহমেদ পলাশ, হাবিবুর রহমান, ডাঃ জীবন, ওয়াহেদ আলী, জাকারিয়া ইসলাম, সেলিম মিয়া, মোর্শেদ আলম, হাফিজুর রহমান, রুবেল আহমেদ, রিপন আহমেদ, সানী চৌধুরী প্রমূখ। পথসভায় আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত ঢাকায় কেন্দ্রীয় সম্মেলনকে স্বাগত জানান।