ষ্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কুর্শি ইউপির ফুটারমাটি গ্রামে মরহুম আতাউর রহমান চৌধুরী এর ইছালে ছওয়াব উপলক্ষে ইসলামী ছুন্নী মহাসম্মেলন গতকাল ফুটারমাটি বড়বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুর ২টা থেকে রাত ২ঘটিকা পর্যন্ত আয়োজিত এ বিশাল সম্মেলনের আয়োজন করেন এনটিভির বার্মিংহাম (ইউরোপ) প্রতিনিধি ছোটন চৌধুরী ও এনটিভি ইউরোপ হেড অব নর্থ, নর্থ-ওয়েষ্ট এন্ড মিডল্যান্ড ইউরোপ প্রতিনিধি ফারছু আহম্মেদ চৌধুরী। হাফেজ ক্বারী ফেরদৌস আহমেদ ও মোঃ মহিবুর রহমান চৌধুরী তছনুর উপস্থাপনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ হারুনুর রশীদ চৌধুরী, আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, এটিএন বাংলা প্রতিনিধি এম এ হালিম, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, চ্যানেল এস প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছার আহমদ চাঁদপুরী, বিশেষ অতিথি ছিলেন মুফতি ফরিদ উদ্দীন আহমদ, প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মৌলানা আব্দুস সুবহান জিহাদী, বিশেষ বক্তা ছিলেন সিরাজুল ইসলাম মাসুক, মৌলানা কুতুব উদ্দীন, হযরত মৌলানা কাজী মাহবুব আলম, মৌলানা জালাল উদ্দীন প্রমূখ। মাহফিলে ফুটারমাটি ও এর আশপাশ গ্রামের বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।