শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

বিদ্যালয়ের জন্য ব্রীজ নির্মাণ করে দিচ্ছি-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের হাওর এলাকায় অবস্থিত বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। হাওরের এ স্কুলে প্রবেশে শিস্থার্থীদের ভরসা ছিল একমাত্র সাকোঁ আর নৌকার উপর। এ বিষয়টি নজরে আসে এমপি কেয়া চৌধুরীর। তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২৬ লাখ টাকা বরাদ্দ নিয়ে আসেন, এ স্কুল পথে ৩২ ফুট দৈর্ঘ্য একটি নতুন ব্রীজ নির্মাণের জন্য।
শুধু তাই নয়, একই ইউনিয়নের মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশেও ব্রীজ ছিল না। এখানেও ব্রীজ নির্মাণে ২০ লাখ টাকা বরাদ্দ এনে দেন এমপি কেয়া চৌধুরী। ইতিমধ্যে এ বরাদ্দক্রমে স্কুলের পথে ব্রীজ নির্মাণ হয়েছে।
বক্তারপুরে ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে এমপি কেয়া চৌধুরী বলেন, জনগণের সেবা দিতে আওয়ামীলীগ কাজ করে। যার প্রমাণ সবাই দেখতে পাচ্ছেন। আর সু-শিক্ষার মাধ্যমে জাতিকে আলোকিত করাই আমাদের মূল লক্ষ্য। তাই পিছিয়ে পড়া জনপদের শিশুদের শিক্ষাকে সার্বজনিন করতে, জননেত্রী শেখ হাসিনার বহুমূখী পদক্ষেপের মধ্যে এই প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ব্রীজ নির্মাণ একটি অন্যতম উদাহরণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রিংকু দাশ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেখ ইয়াকত মিয়া (দুদু মিয়া), হিরা মিয়া সভাপতি ৩নং ওয়ার্ড, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেন, বিশিষ্ট মুরব্বী সিরাজ উদ্দীন, শ্রীকান্ত সরকার, নারদ সরকার, হাজী কাদির হোসেন, বর্তমান মেম্বার আব্দুল করিম, ঠান্ডা মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাতকাপন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মীসহ শত শত গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com