স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সোয়াব উল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- দৌলতপুর গ্রামের সোয়াব উল্লাহ ও তার চাচাতো ভাই মঞ্জব উল্লাহ’র মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল বেলা ১০টার দিকে উভয় পক্ষের লোকজন ফিকল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সোয়াব উল্লাহসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোয়াব উল্লাহকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে ছাইম উল্লাহ (২৪), পিয়ারা খাতুন (৩০) ও সফিনা খাতুনকে (৪৫) বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।