চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোঃ আব্দুল হাই মিয়া (৫০) কে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুল হাসিম ওরফে কনা মিয়ার পুত্র। গতকাল শুক্রবার বিকালে চুনারুঘাট থানার এসআই শায়েকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এতদিন আব্দুল হাই পলাতক ছিল।