আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। উপজেলা সদরের ঢাকা-সিলেট মহাসড়কসহ প্রায় প্রতিটি সড়কেই যানজট লেগেই থাকে। যানবাহনের জন্য কোনো বাস টার্মিনাল না থাকায় দূরপাল্লার ও অভ্যন্তরীন সড়কে চলাচলকারী বাস, ট্রাক, মাইক্রোবাস, মেক্সী, সিএনজি ও অটোরিক্সাসহ সব ধরণের যানবাহন মাধবপুর মহাসড়কের উপর দাঁড় করিয়ে যাত্রী ও পণ্য ওঠানামা করা হয়। প্রতিদিন এ রাস্তার উপর শত শত বিভিন্ন যানবাহন দাড়িয়ে থাকার কারণে মহাসড়কে যানজন এখন নিত্যদিনের ঘটনা। মাধবপুরে যানবাহনের জন্য বাস টার্মিনালের দাবি করে আসছে পরিবহন শ্রমিকরা। কিন্তু জায়গা না থাকায় বাসটার্মিনাল নির্মাণ করা সম্ভব হচ্ছেনা। মহাসড়কের পাশে সুবিধাজনক জমি না থাকায় বাস টার্মিনাল নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। গত এক বছর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের উপর গাড়ি দাড় করিয়ে রাখার অভিযোগে অভিযান চালানো হয়। এতে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই আবার মহাসড়কে পুরোনো চেহারা ফুটে উঠেছে। এখন বাস, ট্রাক, মেক্সি, সিএনজি চালিত অটোরিক্সা সহ সকল প্রকার যানবাহন রাস্তার উপর দাড় করিয়ে যাত্রী ও পণ্য ওঠানামা করা হয়। শ্রমিক নেতারা জানান, যানবাহনের জন্য টার্মিনাল নির্মাণ না করা হলে এ সমস্যা দূর হবে না। আমরা দীর্ঘদিন ধরে টার্মিনাল নির্মাণের জন্য প্রশাসনের নিকট দাবি করে আসছি। কিন্তু এটি নির্মাণ করা হচ্ছে না। যে কারণে যানজট রয়েছে। মাধবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ জানান, মহাসড়কে যানজট মাধবপুরের একটি বিরাট সমস্যা। একটি বাস টার্মিনাল নির্মাণ করে সকল পরিবহন এখান থেকে সরানো হলে এ সমস্যা দুর হবে। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।