স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেটলীগের ফাইনালে উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বৃষ্টির জন্য প্রিমিয়ারলীগের ফাইনাল ম্যাচটির কোন বলই মাঠে গড়ায়নি। ফলে উত্তরণ সংসদ ও গ্রীন স্পোটিং ক্লাব উভয় দলকেই যৌথ ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, সারা দিন বৃষ্টি থাকায় মাঠ খেলার উপযোগী না হওয়ায় উভয় দলকে যৌথ ভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য, এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেটলীগে গ্র“প পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যায় উত্তরণ সংসদ। সেমি ফাইনালে উত্তরণ সংসদের অধিনায়ক রিন্টুর অসাধারণ বোলিং নৈপুন্যে শাপলা সংসদকে ১২৬ রানে হারিয়ে বিশাল জয় লাভ করে ফাইনালে উঠে উত্তরণ সংসদ। অপর দিকে গ্রীণ স্পোটিং ক্লাব মর্ডানকে ৬৭ রানে হারিয়ে হারিয়ে ফাইনালের টিকেট পায়।