স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামে ছাগলের ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়। গতকাল শনিবার বিকেলে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের নুরুল হকের জমির ঘাস খেয়ে ফেলে একই গ্রামের তৈয়ব আলীর ছাগলে। এ নিয়ে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় আসমা (৩০), ফাতেমা (১৫) ও রানু বেগম (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।