স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে জহুর আলী হত্যা মামলার প্রধান আসামী হিরণ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের তোতা মিয়ার পুত্র।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল ইসলাম ও সেলিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ পুরাইকলা বাজারে অভিযান চালায়। এ সময় চা পানরত অবস্থায় একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, হিরণ মিয়ার বিরুদ্ধে জহুর আলী হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।