স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এডঃ চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক হবিগঞ্জ শহরে গণসংযোগ করেছেন।
গতকাল বিকেলে প্রায় ৫শতাধিক সমর্থকের অংশ গ্রহণে পোদ্দারবাড়ী এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলোর আশে পাশের ব্যবসা প্রতিষ্ঠান ও উপস্থিত লোকজনের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বহুলা গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।