চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আব্দুস ছাত্তার (রাজু)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে চুনারুঘাট থানার এস.আই সেলিম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের বশির মিয়ার পুত্র। পুলিশ জানায়, রাজু আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে ফেরার হয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।