স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্কুলের ভেতরে এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। হামলার শিকার পরীক্ষার্থী হলেন ওই স্কুলের ছাত্র খায়রুল ইসলাম।
পরীক্ষার্থী খায়রুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা দেওয়ার জন্য তিনি বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় ৪/৫ জন যুবক বিদ্যালয়ের ভেতর ঢুকে তাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে। পরে শিক্ষকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তার পিতা নুরুল ইসলাম মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।