কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোরপুর্বক তুলে নেয়ার চেষ্টার ঘটনায় বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা অপরাধীদের গ্রেফতারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের মাইজপাড়া গ্রাম থেকে ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা গ্রামের বাসিন্দা শহরের হিরামিয়া গার্লস হাই স্কুলে’র ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রী কে জোরপুর্বক তুলে নেয়ার চেষ্টা করে ২/৩ জন যুবক। এ সময় স্থানীয় জনতা শাহেদ মিয়া (২২) নামে এক যুবককে আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে বিচারক সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
অপর দু’ইভটিজারকে গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার দুপুরে হালিতলা গ্রাম ও আশপাশের ছাত্র জনতা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিসদের সামনে মানববন্ধনে মিলিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার দু’ইভটিজারকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে জনতা শান্ত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে ২৪ ঘন্টার মধ্যে ইভটিজারদের আইনের আওতায় না আনলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা বলে জানানো হয়।