স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভায়ও কলম বিরতি ও পৌরসভা বয়কট কর্মসূচী শুরু করেছে বাংলাদেশ পৌরকাউন্সিলর এসোসিয়েশন। এ কর্মসূচীর ফলে গতকাল বুধবার হতে আগামী ১৫ মার্চ পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরগন তাদের ৮ দফা দাবীর প্রেক্ষিতে পৌরসভার কাজকর্ম থেকে বিরত থাকবেন। স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক পৌরকাউন্সিলদের সম্মানী ভাতা অসামঞ্জস্য ও অসম্মানজনকভাবে বৃদ্ধির প্রতিবাদসহ ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মসুচী শুরু করা হয়। এ কর্মসূচী চলাকালে গতকাল হবিগঞ্জ পৌরভবনের সামনে কাউন্সিলরগন ব্যানার প্রদর্শন করে অবস্থান নেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, খালেদা জুয়েল ও অর্পনা বালা পাল।