স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইউনুছ মিয়াকে গ্রেফতার করেছে ক্রাইম প্রিভেনশন কোম্পানী। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে একদল সদস্য অভিযান চালিয়ে মকা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউনুছ মিয়া মকা গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে।
ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের এএসপি মোহাম্মদ খোরশেদ আলম জানান, ইউনুছ মিয়ার বিরুদ্ধে বানিয়াচং থানায় জননিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় আদালতের বিজ্ঞ বিচারক জননিরাত্তা আইন ২০০১ এর ৪, ১০ ও ১২ (জিআর ২২৭/০১) এ দোষী সাব্যস্থ করে তাকে ৪ ধারার ৫ বছর সশ্রম কারাদণ্ডসহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উক্ত আইনের ১০ ধারার ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।