মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘নারী পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বানিয়াচং উপজেলা প্রশাসন এর আয়োজনে, ব্র্যাক আইডিপি, কামালখানী অফিস সহ অন্যান্য এনজিও এর সহযোগিতায় সরকারী কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বেসরকারী সংস্থা ও সংগঠনের প্রতিনিধি, নারী ও পেশাজীবি সংগঠন সহ সমাজের সকল মানুষকে নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, উপজেলা উন্নয়ন সমন্বয়কারী, ব্র্যাক, এএইচএম মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেন্ডার ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ সুলতান মাহমুদ, এইচএনপিপি ও ওয়াশ কর্মসূচীর সেক্টর স্পেশালিস্ট পুলক কুমার চক্রবর্তী, এলাকা উন্নয়ন সমন্বয়কারী আয়েশা বেগম, উপজেলা ট্রেইনার দীনবন্ধু বর্মন, সিনিয়র কর্মসূচী সংগঠক মনি আক্তার।
সভায় বক্তারা বলেন, আমাদের সমাজের উন্নয়ন করতে চাইলে পুরুষের পাশাপাশি নারীদের সামনে এগিয়ে আনতে হবে। তবেই নিশ্চিত হবে সুষম উন্নয়ন। ঘরে-বাহিরে সবখানে নারীকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।