চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমানের পিতা ফজর আলী গতকাল বুধবার ভোর ৪ টায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহির……. রাজিউন)। পৌরসভার উত্তর বড়াইল গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল বুধবার ২টায় নামাজে জানাযা শেষে পৌর শহরের উত্তর বড়াইল গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ সাবেক চেয়ার্যমান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইসতিয়াক আহহেদ রাজ চৌধুরী, চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক আনোয়ার আলী, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, যুবলীগ নেতা তাজুল ইসলাম, সাদিকুর রহমান খোকন, ফয়সল চৌধুরী, মাজেদুল ইসলাম লুবন, আঃ আহাদ, তাজুল ইসলাম বাহার, উপজেলা তরুণলীগ আহবায়ক রুমন ফরাজী, সিএনজি মালিক সমিতির সেক্রেটারী মিজানুর রহমান সেলিম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, বৃন্দাবন সরকারি কলেজ শাখার ছাত্রলীগে সেক্রেটারী আজিজুল হক আজিজ, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সাইদুর রহমান, জনি, রাজু, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজাদ তালুকদার, আব্দুল মন্নান রুমন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-আহবায়ক শফিউল আলম রুবেল, ইফতেখারুল আলম রিপন, সাইদুর আলমগীর, বিল্লাল আহমেদ, শফিউর রহমান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি শিফন খান, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।