মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যন আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সমাজসেবা কর্মকর্তা সুলাইমান মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ অলিদ মিয়া, কাউন্সিলর স্বপ্না পাল যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার হারুন অর রশিদ প্রমূখ।