বার্মিংহাম (ইংল্যান্ড প্রতিনিধি ॥ ইংল্যান্ড সফররত মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের সাথে হবিগঞ্জ সোসাইটি ইউকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে বার্মিংহামের মিস্টিদেশ রেস্টুরেন্টে হবিগঞ্জ সোসাইটি ইউকে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সহ-সভাপতি সৈয়দ ইকবাল। সেক্রেটারি এম এ মুন্তাকিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, উপদেষ্টা ও দ্যা প্যালেস এন্ড রিসোর্টের চেয়ারম্যান কামাল হোসেন, ট্রেজারার জিয়া তালুকদার, সহসভাপতি ময়নুল ইসলাম চৌধুরী বাবুল, জাসদ নেতা সূহেল চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড মসুদ আহমেদ, মিসবাউর রহমান মিসবা, ব্যারিষ্টার ময়নুল ইসলাম, কবির উদ্দিন, বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ, উদিচির সেক্রেটারি আশরাফুল ওয়াহিদ দুলাল, সোসাইটির উপদেষ্টা শমশেদ বক্ত চৌধুরী রাখী, যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এবি চৌধুরী অপু, নির্বাহী সদস্য পিন্টু, আব্দুল মমিন, বাপ্পি বর চৌধুরী, ছোটন চৌধুরী, কমিউনিটি নেতা আবু মোহাম্মদ চৌধুরী সুইট, কলামিষ্ট আমিরুল ইসলাম বেলাল, জমশেদ আলী, বদরুল ইসলাম চোধুরী, তানভীর আহমেদ চৌধুরী, মৌলানা আব্দুর রশিদ, মোজাম্মেল হক সহ আরো অনেক।