মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় চার মাদক পাঁচারকারীকেও আটক করা হয়। আটক পাঁচারকারীরা হচ্ছে, মাধবপুরের উত্তর সুরমা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (২৩) একই গ্রামের আলফু মিয়ার ছেলে মো. মিজান মিয়া (২৭), দুদু মিয়ার ছেলে লালা মিয়া (২২) এবং মনতলা গ্রামের বিশ্বনাথ দেবের ছেলে পলাশ দেব (২১)। গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নুর আলমের নেতৃত্বে একদল র্যাব সদস্য অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার রতনপুর বাজার এলাকায় একটি ট্রাক থেকে চার মণ গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করেন।
র্যাব কর্মকর্তা নুর আলম জানান, রতনপুর বাজার এলাকা থেকে বালু ভর্তি ট্রাক তল্লাশি করে বালুর নিচ থেকে সাতটি প্লাস্টিকের বস্তা ভর্তি চার মণ গাঁজা উদ্ধার করা হয় এবং ৪জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম।