এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে বিআরটিসি বাস চাপায় রাসেল মিয়া (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই ইউনিয়নের গাবদেব গ্রামের আউয়াল মিয়ার ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে।
জানা যায়, গতকাল সোমবার বিকালে মহসড়কের পাশে অবস্থিত জনতার বাজারে বাজার করতে যায় গাবদেব প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র রাসেল মিয়া। সে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় অপর একটি বাসকে দ্রুতগতিতে ওভারটেক করে যাওয়া ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫১৬২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে গেলে পরবর্তিতে মোবাইলফোনে দূর্ঘটনার খবর জানাজানি হলে রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় ঘাতক বাসকে আটক করে জনতা। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সুষ্ট বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।