নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী স্কুল, কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় কর্মরত শিক্ষকদের সম্মিলিত সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ঝাকজমক ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে স্বাশিপের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমানকে সভাপতি ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট স্বাশিপ এর কমিটি গঠন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী, গোপলার বাজার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তফজ্জুল হক, সিনিয়র শিক্ষক জুহেদ আহমদ, এস এন পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নারায়ন উকিল, ঘোলডুবা এম.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যক্ষ শাহীনা আক্তার, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালেহ আহমদ, সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম, মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামসুন্নাহার বেগম শাম্মী, সৈয়দপুর বাজার কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ ইউসূফ আলী, রুস্তমপুর দাখিল মাদ্রাসার শিক্ষক লোকমান খাঁন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক ফতেমা মোতাল্লেব তালুকদার, সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা বেগম, প্রভাষক জিয়াউর রহমান মীর, সিনিয়র শিক্ষক রানু কান্তি দাশ প্রমূখ।