নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ লোকমান উদ্দিন (৫৬) কে গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ শহর থেকে একটি নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একই ইউপির সুজিনা বেগম নামের এক মহিলা ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে লোকমান উদ্দিন মেম্বার জানান, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। নির্বাচনের প্রতিপক্ষরা সুজিনা বেগমকে দিয়ে উক্ত মিথ্যা অভিযোগ দিয়েছেন বলেও তিনি দাবী করেন।