নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সাতাইল গ্রামের আলী হোসেন (৩৩) নাম এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতাইহাল পশ্চিম পাড়া গ্রামের সিকন্দর আলীর পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে কোন এক সময় তিনি ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেন। গতকাল রোববার সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি মানসিক রোগে ভূগছিলেন বলে তার স্বজনরা জানান।
গোপলার বাজার তদন্তকেন্দ্রের এসআই আব্দুর রহমানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।