নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল ৩ মার্চ শুক্রবার রাত ৯টায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল এর আয়োজনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপির জন্মদিন পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জন্ম দিনের কেক কাটেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজনাইপুর ইউ,পি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব হেলাল আহমেদ, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা এটিএম সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, পৌর আওয়ামীল নেতা এটিএম রুবেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হিমাদ্রী শেখর দাশ, মোঃ আল-আমিন, সবুর আহমেদ, মানিক দাশ, পারভেজ রাজ, আমিনুল হক, সাহেদ আহমেদ, রুমন রায়, রিপন চক্রবর্ত্তী, সাকের আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুর রহমান রাজু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাওন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মোহন প্রমুখ। পরে উপস্থিত নেতৃবৃন্দ আধুনিক হবিগঞ্জের রূপকার এডভোকেট আবু জাহির এমপি’র দীর্ঘায়ু কামনা করেন।