চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তাফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও আহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি। বিশেষ অতিথি ছিলেন-(চুনারুঘাট-মাধবপুর)-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আঃ লতিফ, মিরাশী ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী আঃ সামাদ আজাদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধরাণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মাসুদ আহমেদ, শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই প্রিন্স, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারী সাইফুল আলম রুবেল, চুনারুঘাট উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী, সেক্রেটারী মুুজিবুর রহমান মুজিব, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক শফিউল আলম রুবেল, সাইদুর আলমগীর, ইফতেখারুল আলম রিপন, পৌর স্বেচ্ছাসেকবলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক জামির মিয়া ও সুহেল মিয়া প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক আজিজুল হক নাসির, আহাম্মদবাদ ইউপি আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেকলীগ নেতা ফরিদ আহমেদ, পৌর স্বেচ্ছাসেকবলীগ নেতা রাজী বৈদ্য, মাসুক মিয়া, অসিম কর, যুবলীগ নেতা মাজেদুল ইসলাম লুবন, স্বপন সাই, দেওরগাছ ইউপি ছাত্রলীগ সভাপতি জসিম আহমেদ, আহাম্মদবাদ ইউপি ছাত্রলীগ সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম ওয়াহিসহ উপজেলা দশটি ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সভাপতি/সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভার শেষের চুনারুঘাট পৌর শহরের ৭নং ওয়ার্ডের বিনএনপি’র সাত জন নেতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ চুনারুঘাট উপজেলা শাখায় যোগদান করে।