সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জে গ্রেফতারকৃত রজতের স্বীকারোক্তিমুলক জবানবন্দি

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর মুর্তির ছবি প্রতিস্থাপন করে ফেসবুকে আপলোড করার ঘটনায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায়। গতকাল সে আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। পরে আদালতের আদেশ অনুযায়ী রজতকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মধ্যসমত গ্রামের মৃত রন রায়ের পুত্র।
পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর হনুমানের মুর্তির ছবি প্রতিস্থাপন করে ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায় গত ১৯ ফেব্র“য়ারী তার ফেসবুকে আপলোড করে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তৎক্ষণাৎ হাজার হাজার জনতা ইনাতগঞ্জ মধ্য বাজারে রজত রায়ের দোকানের সামনে অবস্থান নিয়ে রজতের ফাঁিসর দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ রজত রায়কে গ্রেফতার করে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ ইকবাল হোসেন রজত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানান। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রজত রায়কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। পুলিশের জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই রজত রায় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় গতকাল তাকে আদালতে হাজির করা হয়। এসময় সে বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সে আদালতকে জানায়, অসাবধানতা বশত ছবিটি তার ফেইসবুক আইডিতে পোষ্ট হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com