স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ও অন্যান্যদের ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা যায়, ধরমন্ডল দৌলতপুর গ্রামের দিয়ারিছ মিয়ার পুত্র বাহার মিয়ার সাথে একই গ্রামের সাদত আলীর পুত্র এরশাদ আলীর মাঝে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।
আহত অবস্থায় জসিম (২৪), হাসিম (৫০), রিপন (২৫, মিলন (২৪), তাপস (২৭), টিটু (১৭), আপন (২০), মীর মিয়া (২৫), হানিফ (২৩), নুরুল আমিন (৩০), জহুরুল (২৫), জুলেখা বিবি (৩২), ফেসু বিবি (১৮) ও মবিন মিয়া (২৪) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের অন্যান্য হাসপাতালে প্রেরণ করা হয়।