স্টাফ রিপোর্টার ॥ আদালতে মাধ্যমে পুলিশের সহযোগীতায় জামাতার বাড়ি থেকে গরু উদ্ধার করলেন শ্বাশুড়ী। গরু উদ্ধারকারী শ্বাশুড়ী হচ্ছেন চুনারুঘাটের মধ্যনরপতি গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন। জামাতা হচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের আফরোজ মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১ বছর আগে জামাতা আফরোজ মিয়ার কাছে শ্বাশুড়ী আম্বিয়া খাতুন ২টি গরু বর্গা দেন। এদিকে গরুগুলো বর্গ দেয়ার পর আফরোজ মিয়া ও তার স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। স্ত্রীর তার পিত্রালয়ে চলে যায়। পরে আম্বিয়া খাতুন তার গরুগুলো ফেরত আনার চেষ্টা করেন। কিন্তু জামাত আফরোজ মিয়া গরুগুলো ফেরত না দিয়ে নাজিরপুর গ্রামে জনৈক আত্মীয় বাড়িতে লুকিয়ে রাখেন। ফলে আম্বিয়া খাতুন আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে হবিগঞ্জ থানা পুলিশ গতকাল অভিযান চালিয়ে আফরোজ মিয়ার আত্মীয় বাড়ি নাজিরপুর গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে উদ্ধার করে।