নবীগঞ্জ প্রতিনিধি ॥ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটকেন্দ্র পরির্দশন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, বাসদ নেতা চৌধুরী ফয়সল সুয়েব, নবীগঞ্জ উপজেলার (মহিলা) ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল খায়ের, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ। শান্তিপূর্নভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটারগণ ভোট প্রয়োগ করেন। বিকাল সাড়ে ৫টার ফলাফল ঘোণনা করা হয়। দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ (আনারস), তার নিকটতম প্রার্থী আব্দুল মন্নান (চেয়ার) প্রাপ্ত ভোট ১১৭, ওয়াছির মিয়া (ছাতা) প্রাপ্ত ভোট ৫৮, সহ সভাপতি পদে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লাল মিয়া (বাই-সাইকেল), সাধারণ সম্পাদক পদে ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইকবাল মিয়া (দোয়াত কলম), তার নিকটতম প্রার্থী আব্দুল হেকিম (হরিণ) প্রাপ্ত ভোট ৯১, সহ-সাধারন সম্পাদক পদে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল আমিন (মই), তার নিকটতম প্রার্থী জাহেদ মিয়া (ফুটবল) প্রাপ্ত ভোট ১৪০, কোষাধ্যক্ষ পদে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাওঃ সাইফুর রহমান (মাছ), তার নিকটতম প্রার্থী অলিউর রহমান (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ৮৮, ইবরাহিম খলিল (ঘুড়ি) প্রাপ্ত ভোট ৬৮। ফলাফল ঘোষণা করার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা যায়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়।