স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ কানাডা প্রবাসির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ভাষা সৈনিকদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফকিরাবাদ এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও এডঃ সৈয়দ জাদিল উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সফিউল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খোন্দকার খলিলুর রহমান, ঢাকার পঙ্গু হাসাপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ সৈয়দ সালা উদ্দিন আহমেদ, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈয়দ মুশফিক আহমেদ অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান মিয়া, শিক্ষার্থী মাহিয়া আক্তার প্রমুখ।
সভায় ইউনিয়নের ৩১ জন কৃতি শিক্ষার্থী ও ভাষা সৈনিক এডঃ চৌধুরী আব্দুল হাই, ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখত ও বিশিষ্ট শালিস বিচারক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হককে গুনীজন সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।