স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বাগহাতা মহল্লায় মোটর সাইকেলের ধাক্কায় নিশাদুল (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের মোক্তার হোসেনের পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, নিশাদুল ওই সময় বাড়ির পাশে খেলা করছিল। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।