স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ভূমিদস্যু আরিফুল হক আরিফের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন ইংল্যান্ড প্রবাসী আজিজুর রশিদ লেবু। নিরূপায় হয়ে প্রবাসীর বৃদ্ধা মা আলেয়া খাতুন আদালতের আশ্রয় প্রার্থনা করেছেন।
অভিযোগে জানা যায়, হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার সাবেক কমিশনার ও কৃতি ফুটবলার মরহুম আব্দুর রশিদের সন্তান আজিজুর রশীদ লেবু দীর্ঘদিন যাবত ইংল্যান্ডে বসবাস করছেন। রাজনগরের কবরস্থান রোড এলাকায় তার পৈত্রিক ২১ শতক জমি রয়েছে। জমির সামনেই রেলের ভূমি। তিনি তার জমিতে চলাচলের সুবিধার্থে রেলওয়ে থেকে ৩ শতক ভূমি নিজ নামে বন্দোবস্ত নেন। অপরদিকে বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের দক্ষিণ সাঙ্গর গ্রামের ধলাই মিয়ার পুত্র মোঃ আরিফুল হক আরিফ প্রবাসী আজিজুর রহমান লেবুর রেলের জমি জোরপূর্বক দখল করবে বলে হুমকি দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। কিন্তু আজিজুর রহমান লেবু টাকা দিতে অস্বীকার করলে আরিফ একাধিকবার ভূমি দখলের চেষ্টা চালায়। নিরূপায় হয়ে আজিজুর রমান লেবু তার মা আলেয়া খাতুনকে দিয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ এডিএম ফারুক আহমেদ বিষয়টি তদন্তের জন্য হবিগঞ্জ সদর থানার ওসি ও হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী আলেয়া খাতুন জানান, তার স্বামী হবিগঞ্জের বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তিনি একাধারে ফুটবলার এবং হবিগঞ্জ পৌরসভার কমিশনারের দায়িত্ব পালন করেন। আমার সন্তান আজিজুর রহমান লেবু বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। কিন্তু দেশে তার সম্পত্তি দখলের চেষ্টায় প্রবাসী হিসাবে সে মর্মাহত হলে আমি তার সম্পত্তি রক্ষার জন্য আদালতে মামলা দায়ের করেছি। একজন প্রবাসীর সম্পত্তি রক্ষায় তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।