শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজ স্কুলছাত্র ইব্রাহিমকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল বুধবার ভোর ৫টার দিকে চুনারুঘাট উপজেলার সতং বাজার এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের ছেলে। তার বাড়ী সতং গ্রামে। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
পারিবারিক স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি ইব্রাহিম। তার পিতা আবিদুর রহমান মোটর সাইকেল করে সকাল পৌনে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেইট রেখে তিনি স্কুলে চলে যান। স্কুল ছুটি হলেও ইব্রাহিম বাড়ী ফিরেনি। রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। এঘটনায় সোমবার রাতেই শায়েস্তাগঞ্জ থানায় জিডি করা হয়। গতকাল ভোর রাতে স্থানীয় লোকজন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য চুনারুঘাটে পাঠানো হয়।