মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমহনী স্কুল এন্ড কলেজে পর পর দু’বার চুরি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের ভুমিকা নিয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নৈশ প্রহরী থাকা অবস্থায় কিভাবে চুরি সংঘটিত হল এর সন্দেহের তীর এখন নৈশ প্রহরীর দিকে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিলম্বে দায়সারা গোচের একটি অভিযোগ দিলেও এখন পর্যন্ত পুলিশ চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে অভিভাবক মহলে দেখা দিয়েছে ক্ষোভ। কলেজের অধ্যক্ষ মোঃ মোহন মিয়া জানান, গত ২২ ফেব্র“য়ারী রাতে প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব থেকে ৬টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। ওই রাতে কলেজের নৈশ প্রহরী নাজমুল ইসলাম সামাদ প্রহরায় ছিল। চুরি হওয়ার দুই দিন পর গত ২৪ ফেব্র“য়ারী কলেজের অধ্যক্ষ মোহন মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগেও কলেজে ৪টি সিলিং ফ্যান চুরি হয়েছে। এ ব্যাপারে কোন জিডি পর্যন্ত করা হয়নি। সরকারীভাবে ওই প্রতিষ্ঠানে ১৭টি ল্যাপটপ সরবরাহ করা হয়েছিল। এখন আছে মাত্র ৭টি। বাকি গুলো বিভিন্ন শিকের বাড়িতে। কম্পিউটার ল্যাবের এই অবস্থায় তথ্য প্রয্ুিক্ত শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অভিযোগটি কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমরান হোসেন তদন্ত করছেন।